চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর বলেছেন, ‘এমন কোনো অন্যায় নেই, আওয়ামী লীগ করেনি। তাই তারা আজ জনসম্মুখে আসতে ভয় পায়। আমাদের অবস্থা আরও খারাপ হবে। আওয়ামী লীগের জন্য ভারতের সীমান্ত খোলা ছিল, তারা সেখানে চলে যেতে পেরেছে। আমাদের জন্য ভারত নেই, আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে। তাই যারা বিএনপির নাম বিক্রি করে চাঁদাবাজি করছে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’
সোমবার, ১৫ সেপ্টেম্বর রাতে ফটিকছড়ির নাজিরহাটে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরওয়ার আলমগীর বলেন, ‘ধানের শীষের জোয়ার দেখে একটি গোষ্ঠীর মাথা খারাপ হয়ে গেছে। গোষ্ঠীটি পিআর- নামে নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু দেশের মানুষ সচেতন। তাদের সে আশা পূরণ হতে দেবে না। যারা নির্বাচনকে ভয় পায় তারাই পিআর এর কথা বলছে।
চাঁদাবাজির বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি করে, আমাকে জানাবেন। আমি নিজেই বাদী হয়ে মামলা করবো। যত বড় শক্তিশালী হোক, চাঁদাবাজ হলে তার বিরুদ্ধে মামলা হবে।’
পৌরসভার ৮নম্বর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপি নেতা বশির উদ্দিন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, ফটিকছড়ি পৌরসভা বিএনপি’র আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহাবুব আলম, নুরুল ইসলাম মেম্বার, ফরিদ কোম্পানি, নাছির উদ্দিন, আবু আজম তালুকদার, খালেদ মাহমুদ বাবুল, আলাউদ্দিন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম মুনসুর প্রমূখ।
পতাকানিউজ/ওএআর/এএইচ

