চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁও ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের এজলাস যেন টিসিবি ডিলারের গোডাউন। যেখানে প্রতিদিন রাখা হচ্ছে টিসিবির বিভিন্ন পণ্য। এতে ব্যাহত হচ্ছে আদালতের নিয়মিত কার্যক্রম। এ ঘটনায় স্থানীয় কয়েকজন ইউপি সদস্য পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমানের কাছে অভিযোগও করেছেন। কিন্তু এখনও মিলেনি সমস্যার সমাধান।
গ্রাম পুলিশ অজিত চৌধুরী জানান, বুধবার রাতে টিসিবির ডিলার বিকাশ রায় ট্রাকে করে পণ্য এনে পরিষদে রাখতে বলেন। আমি চেয়ারম্যানকে বিষয়টি জানালে তিনি তালা খুলতে নিষেধ করেন। কিন্তু ডিলার দাবি করেন, ইউএনও নির্দেশ দিয়েছেন এবং ডিলার তার নিজস্ব তালা পরিষদে মারতে চান। পরবর্তীতে গ্রাম পুলিশ নিজেই তালা মেরে রাতভর পাহারা দেন।
তিনি অভিযোগ করে বলেন, ‘প্রায়ই এখানে টিসিবির পণ্য এনে ওজন, প্যাকেটিং ও বিতরণ করা হয়। পরে ময়লা-আবর্জনা ফেলে রেখে চলে যায়। এসব আবর্জনা পরিষদের লোকজনকে পরিষ্কার করতে হয়।’ আদালতের এজলাস কী টিসিবির গোডাউন?—প্রশ্ন রাখেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারহানুর রহমান বলেন, ‘টিসিবির পণ্য ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থান থেকে যেখানে লোকসমাগম থাকে, সেখান থেকে বিতরণ করার নিয়ম রয়েছে। ওই ইউনিয়নের গ্রাম আদালতের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ও একজন ইউপি সদস্য আমার কার্যালয়ে এসে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। বিষয়টি দেখছি।
পতাকানিউজ/এসএ/আরবি

