সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন শুনানিতে দায়িত্ব পালন করার সময় সাংবাদিকের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে আইনজীবীদের বিরুদ্ধে। এ সময় সময় টিভির সাংবাদিক আসিফ হোসাইন সিয়াম আহত হয়েছেন।
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক পান্নাকে আদালতে আনা হয়। পরে বিচারক আদালতে আসেন। প্রচলিত নিয়ম অনুযায়ী বিচারক আইনজীবী ও সাংবাদিক ছাড়া অন্যদের বেরিয়ে যেতে বলেন।
এ সময় নিউএজ এর একজন সাংবাদিক বেরিয়ে যেতে বলেন এক আইনজীবী। তখন সময় টিভির সাংবাদিক আসিফ হোসাইন সিয়াম ওই আইনজীবীকে বলেন, তিনি একজন সাংবাদিক।
সাংবাদিক সিয়ামের দাবি, এ কথা বলার সঙ্গে সঙ্গে ওই আইনজীবী আমার নাক ও মুখ বরাবর ঘুষি মারেন।
সাংবাদিক সিয়াম আরও জানান, তিনি তাৎক্ষণিক বিচারককে বিষয়টি জানান। তখন হামলাকারী আইনজীবীসহ আরও কয়েকজন তাকে টেনে হিঁচড়ে বের করে দিতে চান।
তবে হামলাকারী আইনজীবীরা রাষ্ট্র না আসামি পক্ষের— এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি হামলায় আহত সিয়াম।
পতাকানিউজ/এআই

