চট্টগ্রামে মধ্যরাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের উপর হামলা হয়েছে। হামলায় বন্দর থানার উপ-পরিদর্শক আবু সাঈদ রানার মাথা ও ঘাড়ে কুপিয়ে আঘাত করা হয়। বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় মঙ্গলবার রাত ২টায় এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, মধ্যরাতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগ মিছিল করছে শুনে তৎক্ষণাৎ ঘটনাস্থলে যান এস আই রানার নেতৃত্বে একদল পুলিশ। এ সময় পুলিশ মিছিলে বাধা দিতে চাইলে তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা।
পরে অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে আগ্রাবাদের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। আহত পুলিশ সদস্য বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করেছে।
বন্দর থানার ওসি আফতাব উদ্দিন জানান, ‘আসামি ধরতে গিয়ে এক এস আই আহত হয়েছেন। এ ঘটনায় ১৮ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।’
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (বন্দর) আমিরুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠনের লোকজন রাতে ঝটিকা মিছিল বের করার খবরে পুলিশ অভিযানে গেলে সেখানে এক এসআইকে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পতাকানিউজ/আরএস/এএইচ

