ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী বিরতিহীন আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এতে ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর সকাল ১০টা ১০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটার এলাকা শহরের কলেজপাড়ায় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী রেলওয়ে স্টেশনমাস্টার মো. সাকির জাহান গণমাধ্যমকে বলেন, স্টেশনের আউটারে বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ইঞ্জিন মেরামত পর্যন্ত ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। এ সময় আখাউড়ায় আটকা পড়ে ঢাকাগামী আন্তনগর চট্টলা এক্সপ্রেস।
ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাস্টার অশোক কুমার দাস পতাকানিউজকে জানান, বিরতিহীন ট্রেনটি কলেজ গেট এলাকায় ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে যায়। পরে আখাউড়া থেকে ইঞ্জিন আনার জন্য খবর দেয়া হয়। এরই মধ্যে ট্রেনটির ইঞ্জিন ঠিক হয়ে পড়ে। বেলা ১১টা ২০ মিনিটে আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দ্যেশ্যে ছেড়ে যায়।
সুবর্ণ এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের শীর্ষ বিরতিহীন আন্তঃনগর ট্রেন। এটি বাংলাদেশের জনপ্রিয় প্রথম ননস্টপ ট্রেন যা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। ১৯৯৮ সালের ১৪ই এপ্রিল ট্রেনটি উদ্বোধন করা হয়।
পতাকানিউজ/বিপিবি/এসজিএন

