জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরায়েল ও রাশিয়াকে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতার অভিযোগে দুই দেশের সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা বাহিনী আগামী বছরের প্রতিবেদনে ‘কালো তালিকায়’ অন্তর্ভুক্ত হতে পারে।
মঙ্গলবার ১৩ আগস্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপস্থাপিত সংঘাত-সংশ্লিষ্ট যৌন সহিংসতা বিষয়ক বার্ষিক প্রতিবেদনে গুতেরেস বলেন, ‘দুই দেশের বিরুদ্ধে যৌন সহিংসতার ‘উদ্বেগজনক ধারা’ নথিভুক্ত হয়েছে।’
ইসরায়েলের ক্ষেত্রে মহাসচিব উল্লেখ করেন, ফিলিস্তিনি বন্দিদের বিরুদ্ধে ইসরায়েলি সেনা ও নিরাপত্তা বাহিনীর যৌন সহিংসতা, যেমন— যৌনাঙ্গে নির্যাতন, দীর্ঘ সময় জোরপূর্বক নগ্ন রাখা, এবং বারবার অপমানজনক তল্লাশি চালানোর ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে ইসরায়েল জাতিসংঘ পর্যবেক্ষকদের প্রবেশাধিকার না দেওয়ায় ‘সুনির্দিষ্ট প্যাটার্ন’ নির্ধারণ কঠিন হয়ে পড়েছে।
তিনি ইসরায়েল সরকারকে আহ্বান জানিয়েছেন, অবিলম্বে সব ধরনের যৌন সহিংসতা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং নির্দিষ্ট সময়সীমা বেঁধে প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন করতে।
রাশিয়ার ক্ষেত্রে গুতেরেস লিখেছেন, ইউক্রেন ও রাশিয়ার ৭২টি আটককেন্দ্রে ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের ওপর বৈদ্যুতিক শক, প্রহার, পুড়িয়ে দেওয়া ও জোরপূর্বক নগ্ন রাখাসহ বহু নির্যাতনের প্রমাণ জাতিসংঘ পেয়েছে। যা স্বীকারোক্তি আদায় বা অপমানের জন্য করা হয়েছে। রুশ কর্তৃপক্ষ এ বিষয়ে জাতিসংঘের সঙ্গে কোনো যোগাযোগ ও সহযোগিতা করেনি।
-আল জাজিরা
পতাকানিউজ/এমওয়াই

