যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী চুনতী সীরতুন্নবী (সা.) মাহফিলের শুক্রবার, ৫ সেপ্টেম্বর ছিল ২য় দিন। চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে এবার ৫৫তম আন্তর্জাতিক মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
এদিন বক্তারা বলেন, ইসলামি আনুগত্য হলো আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশ অনুসরণ করা। নীতি অনুযায়ী শাসক বা নেতৃস্থানীয় ব্যক্তিদের (উলিল আমর) মেনে চলা। এই আনুগত্যের প্রধান ভিত্তি হলো আল্লাহর প্রতি ঈমান এবং শেষ দিবসে বিশ্বাস। আনুগত্য করার সময় অবশ্যই কুরআন ও হাদিসের আলোকে যাচাই করতে হবে এবং মতপার্থক্য দেখা দিলে তা আল্লাহ ও রাসুলের কাছে পেশ করতে হবে।
দুই অধিবেশনে সভাপতিত্ব করেন বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদরুল হক ও আমিরাবাদ সুফিয়া ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবদুস সোবহান।
চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামীর যৌথ সঞ্চালনায় ‘ইকামতে দ্বীনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ বিষয়ে আলোচনা করেন মাওলানা শফিউল হক জিহাদী, ‘নবী করীম (সা.) এর শমায়েল মুবারকের ওপর বিস্তারিত আলোচনা করেন আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওসমান গণি, হালাল উপার্জনের ফজিলত ও হারাম উপার্জনের ভয়াবহতা বিষয়ে আলোচনা করেন গর্জনিয়া জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আমিন সিদ্দিকী, ‘সূরা ফাতিহার ফজিলত ও তাফসীর’ বিষয়ে আলোচনা করেন শাহ আবদুল জব্বার (রাহ.) আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা লুৎফুর রহমান, ‘আসহাবে সুফফার পরিচিতি হাদীসের সংরক্ষণ ও বর্ণনায় তাঁদের ত্যাগ ও কুরবানীর বিবরণ’ বিষয়ে আলোচনা করেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম নিজামী, এবং ‘রাসূলুল্লাহ (সা.) এর শ্রেষ্ঠত্বের বর্ণনা’ বিষয়ে আলোচনা করেন আমজাদিয়া রফিকুল উলুম ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা জালাল উদ্দিন।
কোরআন তেলাওয়াত করেন ক্বারী মাওলানা আবুল কাসেম, তাসদীক আহমদ, হাফেজ কবির আহমদ, মুদ্দাসসির মুহাইমিন লায়েক। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন মুহাম্মদ রিদওয়ানুল হক, আহসান উল্লাহ তামিন ও মুহাম্মদ আবদুল হাই নিজামী।
মাহফিলে বিশেষ মেহমান ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ মুহি উদ্দীন, চুনতী সমাজকল্যাণ পরিষদ বড় মাওলানা সাহেবের বাড়ি সভাপতি আলহাজ্ব মাওলানা জে.ইউ.এম বাবর হোসাইন সিদ্দিকী।
মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব ইসমাইল মানিক ও এইচ.এম. মাহাবুবুল হক।
তাছাড়া বিএনপি নেতা মোহাম্মদ জাহেদ,অলিউদ্দিন মোহাম্মদ, জয়নাল আবেদিন সাবাব, শাহজাদা তৈয়বুল হক বেদার, মাওলানা জিয়াউল করিম, মসজিদে বায়তুল্লাহর খতিব আলহাজ্ব মাওলানা জাফর সাদেক ইকবাল ও মোহাম্মদ হেলাল প্রমুখ।
পতাকানিউজ/এসজিএন

