চলতি ২০২৫-২৬ কর বছরের অনলাইন আয়কর রিটার্ন দাখিল কার্যক্রমের প্রথম ১০ দিনে ৯৬ হাজার ৯৪৫ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। গত বছরের তুলনায় এ সংখ্যা প্রায় পাঁচ গুণ বেশি।
বৃহস্পতিবার, ১৪ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, ৪ আগস্ট উদ্বোধনের পর থেকে ১৩ আগস্ট পর্যন্ত এসব রিটার্ন দাখিল হয়েছে। গত বছর শুরুর প্রথম ১০ দিনে অনলাইনে রিটার্ন দাখিল করেছিলেন মাত্র ২০ হাজার ৫২৩ জন করদাতা।
এবার এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ছাড়া সব ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। পরে ১১ আগস্ট আরেক আদেশে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়।
করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করে ঘরে বসেই ই-রিটার্ন দাখিল করতে পারছেন। সঙ্গে সঙ্গে তারা একনলেজমেন্ট স্লিপ ও আয়কর সনদ প্রিন্টও করে নিতে পারছেন।
ই-রিটার্ন সংক্রান্ত সহায়তার জন্য এনবিআর একটি কল সেন্টার চালু করেছে। ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১ নম্বরে করদাতারা তাৎক্ষণিক সমাধান পাচ্ছেন।
দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে এনবিআর।
পতাকানিউজ/এআই

