নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা হতে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ শুটার রিয়াজ বাহিনীর ৫ সহযোগীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ।
শুক্রবার, ৫ সেপ্টেম্বর সকালে গোপন সংবাদে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি দল এবং রূপগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এসময় ১ বিদেশি পিস্তল, ২ টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ১৪টি বারুদ বোমা, ৬ বোতল ফেনসিডিল, ৯ পিস ইয়াবা, ১৫ গ্রাম গাঁজাসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর পূর্বাচল ক্যাম্পের ইনচার্জ মেজর ইরতিজা জানান, শওকত আলী রিয়াজ ওরফে শুটার রিয়াজের সহযোগী সাব্বির ও তার দলবল দীর্ঘদিন ধরে এলাকায় অবস্থান করছিল। অভিযানকারী দল একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৫ জনকে আটক করে। আটকরা হল – রমজান মোল্লা (৩৫), সবুজ (২৬), মেহেদী হাসান (২৫), এনামুল হক (২৫) ও সুমন হোসেন (২৩)। অবশ্য, অভিযানের বিষয়টি টের পেয়ে আগেই পালিয়ে যায় সাব্বির এবং মামুনসহ অন্য কয়েকজন।
সেনাবাহিনী আরও জানায়, আসামিরা রূপগঞ্জ ও আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, দখল, বালু ভরাট ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা রাজনৈতিক দলের ছত্রছায়ায় শুটার রিয়াজের নেতৃত্বে এলাকায় অস্ত্রের শোডাউন করতো। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। পরে আসামিদের থানায় সোপর্দ করা হয়।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘শুটার রিয়াজ বাহিনীর আটককৃত বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলার পর আদালতে সোর্পদ করা হবে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
গত বুধবার ৩ সেপ্টেম্বর বিকেলে সিলেটের গোয়াইনঘাটে জনতার হাতে ধরা পড়ে শুটার রিয়াজ। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র, মাদক ও বিস্ফোরক মামলাসহ অন্তত ২২টি মামলা রয়েছে বলে জানিয়েছে রূপগঞ্জ ও সোনারগাঁও থানা পুলিশ।
পতাকানিউজ/আরএ/এসজিএন

