এশিয়া কাপে নিজেদের ম্যাচ থেকে দায়িত্বপ্রাপ্ত ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি তুলেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি সেই দাবি মানা না হলে টুর্নামেন্ট ছাড়ার হুমকিও দিয়েছিল তারা। তবে আইসিসি পাকিস্তানের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এর পরিপ্রেক্ষিতেই সম্ভবত দুবাইয়ে নির্ধারিত সংবাদ সম্মেলন বর্জন করেছে পাকিস্তান দল।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান দলের কারও সংবাদমাধ্যমের সামনে আসার কথা ছিল। কিন্তু কোনো কারণ না জানিয়েই সেই আয়োজন বাতিল করা হয়। যদিও অনুশীলন স্বাভাবিকভাবেই চালিয়েছে দলটি।
ভারতের বিপক্ষে ম্যাচের পর থেকেই ক্ষোভে ফুঁসছে পিসিবি। অভিযোগ উঠেছে, টসের সময় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলানো হয়নি পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার। ম্যাচ শেষে সূর্যকুমার বিজয়ী ছক্কা মারার পর সতীর্থকে নিয়ে সরাসরি মাঠ ছেড়ে যান, এবং পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেননি।
পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি, সালমানরা ড্রেসিংরুমে অপেক্ষা করলেও ভারতীয় দল দরজা বন্ধ রেখেছিল। এই ঘটনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানও বর্জন করেন সালমান। ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা। পিসিবি অভিযোগ করেছে, টসের সময় পাইক্রফটই নাকি পাকিস্তান অধিনায়ককে হাত না মেলাতে পরামর্শ দিয়েছিলেন। তবে আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই অভিযোগের কোনো ভিত্তি নেই এবং পাইক্রফটের কোনো সম্পৃক্ততা নেই।
যদিও এশিয়া কাপ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আয়োজিত টুর্নামেন্ট, কিন্তু ম্যাচ রেফারি নিয়োগের দায়িত্ব আইসিসির। তাই পরিবর্তনের সিদ্ধান্তও তাদেরই নিতে হবে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচেও দায়িত্বে থাকছেন পাইক্রফট। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত তাঁকে সরানো হয় কি না।
পতাকানিউজ/ওয়াইএস

