পানি শোধনের জীবাণুনাশক থেকে উৎপন্ন রাসায়নিক ক্লোরেট উচ্চমাত্রায় পাওয়া গেছে কোকাকোলার জনপ্রিয় অ্যাপেল জুস ‘অ্যাপলটাইজার’-এর নির্দিষ্ট একটি ব্যাচে। এরপর পণ্যটি পান না করার জন্য জরুরি সতর্কতা জারি করেছে প্রতিষ্ঠানটি।
যেসব ক্যানের নিচে কোড ৩২৮ জিই থেকে ৩৩৮ জিই লেখা আছে, সেগুলোকে অনিরাপদ ঘোষণা করা হয়েছে। এসব পণ্যের মেয়াদ ছিল ৩০ নভেম্বর অথবা ৩১ ডিসেম্বর পর্যন্ত।
ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, যুক্তরাজ্যের বিভিন্ন সুপারমার্কেট থেকে নির্দিষ্ট ব্যাচ সরিয়ে ফেলা হয়েছে। বড় খুচরা বিক্রেতা সেইন্সবারি ক্রেতাদের পণ্যটি না খেয়ে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে। ফেরত দিলে পুরো অর্থ ফিরিয়ে দেওয়া হবে।
পানি পরিশোধনে ব্যবহৃত ক্লোরেট অল্প পরিমাণে ক্ষতিকর নয়, তবে উচ্চমাত্রায় গ্রহণ করলে আয়োডিন শোষণে ব্যাঘাত ঘটাতে পারে— যা বিশেষ করে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ।
এর আগে গত জানুয়ারিতেও স্বাস্থ্যঝুঁকির কারণে কোকাকোলা যুক্তরাজ্যের বাজার থেকে কিছু পণ্য ফিরিয়ে নিয়েছিল।
প্রসঙ্গত, অ্যাপলটাইজার দক্ষিণ আফ্রিকায় উৎপাদন হয় এবং যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে রপ্তানি হয়। বাংলাদেশে এই পণ্য আমদানি হয় না।
পতাকানিউজ/এআই

