মানুষের ভিড়ের চাপে খুলে যাওয়া জুতা স্তুপ হয়ে পড়ে আছে রাস্তায়। কেউ দেখছেন, আবার কেউ পছন্দ অনুযায়ী নিয়ে যাচ্ছেন। খালি চোখে দেখে হয়ত মনে হতে পারে -এটি কোন দুর্যোগ বা বিষ্ফোরণের দৃশ্য। না, এ দৃশ্য দুর্যোগ বা বিষ্ফোরণের নয়। এটি চট্টগ্রাম মহানগরীতে বের হওয়া জশনে জুলুসের র্যালীর। যেখানে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১ জনকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।
নিহতরা হলেন- পটিয়া উপজেলার বাসিন্দা মো. আইয়ুব আলী (৪৫) ও নগরীর কালামিয়া বাজারের বাসিন্দা মো. টিপুর ছেলে মো. সাইফুল (১৩)। তবে আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। শনিবার, ৬ সেপ্টেম্বর বেলা ১২টায় মুরাদপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে র্যালিতে অংশ নেয়া মানুষের ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে বেশ কয়েকজন নিচে পড়ে যান। এসময় পদদলিত হন অনেকে। আজ সকাল সাড়ে ১০টায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুলুস বের হয় নগরের ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে। এতে লাখো মানুষের ভিড় হয়। পুর বেলায় ১২টায় মুরাদপুর এলাকায় মানুষের ভিড়ে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। এসময় খাল পারাপারের একটি ছোট সেতুও ভেঙে যায়।
নিহত আইয়ুব আলীর শ্যালক মো. আজাদ বলেন, আজ সকালে জুলুসে অংশ নিতে পটিয়া থেকে শহরে আসেন তিনি। অতিরিক্ত গরম ও মানুষের ভিড় সইতে না পেরে মাথা ঘুরে পড়ে যান। এরপর ভিড়ের চাপে পদদলিত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, ১৯৭৪ সালে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.) এই জশনে জুলুসের সূচনা করেন। এরপর থেকে প্রতিবছর আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে এ শোভাযাত্রা হয়ে আসছে। এবারের আয়োজন ছিল ৫৪তম।
পতাকানিউজ/আরবি

