বগুড়ার সান্তাহারে ৭ কেজি গাঁজাসহ সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি রুবেল হোসেনসহ তিন মাদক কারবারীকে আটক করেছে ডিবি পুলিশের। সোমবার, ১৫ সেপ্টেম্বর সকালে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন- সান্তাহার পৌরসভার হলুদঘর মহল্লার চুন্নু খানের ছেলে ও পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি রুবেল হোসেন (৩২)। এছাড়া ইয়ার্ড কলোনি এলাকার কাজলের স্ত্রী সনি বেগম (২৫) এবং নারায়ণগঞ্জের মৃত রফিকুল্লাহ’র ছেলে মমিনুল ইসলাম (৪৩)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সান্তাহার শহরে গাঁজার একটি চালান আসছে-এমন খবরে নওগাঁ ডিবি পুলিশের একটি দল সান্তাহার বাইপাস সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহ হলে তিনজনকে তল্লাশি করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে আটক মাদক ব্যবসায়ীদের নওগাঁ ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে নওগাঁ জেলা ডিবি উপ-পরিদর্শক আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
পতাকানিউজ/কেএ/এএইচ

