ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তারা বলছে, নিহতদের মধ্যে ২ জন ইসরায়েলের অবরোধজনিত দুর্ভিক্ষে মারা গেছেন। এছাড়াও ১৯ জন নিহত হয়েছেন খাদ্য সহায়তা নিতে গিয়ে।
উত্তর গাজার জিকিম ক্রসিং এলাকায় খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ মানুষের ওপর হামলার ঘটনায় বেঁচে যাওয়া কয়েকজন ভয়াবহ এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
গাজায় খাদ্য সহায়তা নিতে গিয়ে নিহতের মোট সংখ্যা দাঁড়ালো ১৮৩৮ জনে। তাছাড়া যুদ্ধ শুরুর পর থেকে দুর্ভিক্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭-এ, যার মধ্যে ১০০-রও বেশি শিশু।
গাজায় ত্রাণ সহায়তা নিতে গিয়ে এমন মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়েছে মানবিক সংস্থাগুলো। অবিলম্বে গাজার দুর্ভিক্ষপীড়িত অঞ্চলগুলোতে আন্তর্জাতিক সাহায্য বাড়ানোর আহ্বানও জানিয়েছেন তারা।
পতাকানিউজ/আরবি

