কক্সবাজারের চকরিয়া উপজেলায় অপহৃত এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার, ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টায় উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট পূর্ব রিজার্ভপাড়া এলাকা থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। এসময় দেশি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ রমজান আলী (৩৫) নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরও ২ সহযোগী।
অপহৃত হোসনে আরা বেগম (৪৩) খাগড়াছড়ির রামগড় উপজেলার নাভাঙা এলাকার মৃত কামাল হোসেনের মেয়ে।
পুলিশ জানায়, মালুমঘাট পূর্বপাড়ার একটি ঘরে নারীকে অপহরণ করে জিম্মি করে রাখার অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে অপহরণকারী দলের সদস্য রমজান আলীকে দেশি তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুজন পালিয়ে যায়। অপহৃত নারীকে উদ্ধার করা হয়েছে।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘অভিযানে জড়িত একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার ও অপহৃত নারীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
পতাকানিউজ/বিএস/আরবি

