চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় প্রিয়াঙ্কা দত্ত (৩৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার, ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় এরিয়াল লিজেন্ড ভবনের ৮ম তলায় অবস্থিত ‘নাদিয়া’স মেকওভার’ নামে বিউটি পার্লারের বাথরুম হতে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে বিষয়টি প্রকাশ পায় বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর সকালে।
এদিকে প্রিয়াঙ্কার মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। পুলিশ বলছে, প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা। তবে পরিবার বলছে, এটি পরিকল্পিত হত্যা। বিউটি পার্লারে প্রিয়াঙ্কার নিজের হাতে লেখা একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। সেই ডায়েরির পাতায় উল্লেখযোগ্য কিছু শব্দ লেখা রয়েছে-আচ্ছা আমি কি পাগল হয়ে যাচ্ছি? দায়িত্বের সঙ্গে আর পেরে উঠছি না। এত দায়িত্ব কেন আমার? আমি শান্তি চাই, জাস্ট রিল্যাক্স।
প্রিয়াঙ্কা দত্ত রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের সমীর দে ও অঞ্জলী দে দম্পতির মেয়ে। তার স্বামী সজীব দত্ত বাঁশখালী উপজেলার সিকদারবাড়ির বাসিন্দা। তারা নগরীর আগ্রাবাদ এলাকায় বসবাস করতেন।
নাদিয়া’স মেকওভারে দীর্ঘদিন ধরে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন প্রিয়াঙ্কা। কর্মস্থলের সহকর্মীরা জানিয়েছেন, তিনি দায়িত্ববান, আত্মবিশ্বাসী ও পরিশ্রমী ছিলেন। তবে কিছুদিন ধরে মানসিকভাবে চাপের মধ্যে ছিলেন।
প্রিয়াঙ্কার মা অঞ্জলী দে জানান, তার মেয়ে খুবই ভালো ছিলো। সকালেও হাসিমুখে অফিসে গিয়েছে। এমন কোন বিষয় হয়নি যে সে আত্মহত্যা করবে। তিনি ধারণা করছেন এটি পরিকল্পিত হত্যা।
পাঁচলাইশ থানার ওসি মো. সোলাইমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শনের সময় আমরা কোনো প্রকার জোরপূর্বক প্রবেশের চিহ্ন পায়নি। সুইসাইড নোট ছিল তার নিজের ব্যবহৃত ডায়েরির ভেতরে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে।’ এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।
পতাকানিউজ/এএস/এসজিএন

