চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে জমে ওঠে প্রার্থীদের ভিড়। মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর সর্বমোট ১ হাজার ৬৩ টি মনোনয়নপত্র সংগ্রহ হলেও আলোচনায় ছিল জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীরা। এককভাবে মনোনয়ন সংগ্রহের পর তারা জানিয়েছে, আগামীকাল বুধবার আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করা হবে।
শেষ দিনে কেন্দ্রীয় সংসদের জন্য বিক্রি হয়েছে ৩শত ৭৭টি ফরম। এর আগে দুই দিনে বিক্রি হয়েছিল ৯৭টি। সব মিলিয়ে কেন্দ্রীয় সংসদে মোট ৪৭৪টি ফরম বিক্রি হয়েছে। অন্যদিকে ১৪টি হল ও একটি হোস্টেলের সংসদের জন্য শেষ দিনে বিক্রি হয়েছে ৫১৬টি ফরম। এর আগে দুই দিনে বিক্রি হয়েছিল ৭৩টি। সব মিলিয়ে হল সংসদের জন্য বিক্রি হয়েছে ৫৮৯টি ফরম। ফলে তিন দিনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ১ হাজার ৬৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে চাকসু ভবনের সামনে ভিড় করেন প্রার্থী ও তাদের সমর্থকরা। সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলে। নির্ধারিত সময় বিকেল সাড়ে ৩টার পরও প্রার্থীদের উপচে পড়া ভিড়ে প্রক্রিয়া চালু থাকে। নিরাপত্তাকর্মীরাও ভিড় সামলাতে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

মঙ্গলবার দুপুরে এককভাবে মনোনয়ন সংগ্রহ করে ছাত্রদল। সংগঠনটির চবি শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আমরা চাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছি। তবে প্যানেল বা জোটের বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও আমরা প্রতিদ্বন্দ্বিতা করব।’ এ সময় সভাপতি আলাউদ্দিন মহসিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন।
বিকেল ৩টায় মনোনয়নপত্র সংগ্রহ করে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির চবি শাখার সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘আমাদের প্যানেলের সদস্যরা আপাতত এককভাবে মনোনয়ন সংগ্রহ করেছেন। বুধবার আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করা হবে। তবে নির্বাচন পরিচালনা কমিটির অনেক কর্মকর্তা একটি দলের সঙ্গে সম্পৃক্ত। সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের সন্দেহ আছে।’

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের উচ্ছ্বাস খুব বেশি। আমরা ৩ দিনে ১ হাজার ৬৩টি মনোনয়নপত্র বিতরণ করেছি। আশা করছি, সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারব।’
তফসিল অনুযায়ী, বুধবার মনোনয়নপত্র জমা দেয়া হবে। আগামী ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২৩ সেপ্টেম্বর প্রত্যাহারের শেষ দিন এবং ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাকসু ও হল সংসদ নির্বাচনে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
পতাকানিউজ/এসএইচ/এসজিএন

