চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি ও জমার তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ৪ দিনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ১ হাজার ১৬২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে ৩৭১টি মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।

বুধবার, ১৭ সেপ্টেম্বর চাকসুর নির্বাচন অফিস সূত্র জানায়, কেন্দ্রীয় সংসদের জন্য মোট ৫২৮টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে গত ৩ দিনে ৪৮৯টি এবং বুধবার ৩৯টি বিক্রি হয়েছে। অন্যদিকে ১৪টি হল ও একটি হোস্টেলের সংসদের জন্য বিক্রি হয়েছে ৬৩৪টি মনোনয়নপত্র, যেখানে বুধবার বিক্রি হয়েছে ৩৪টি। ছেলেদের হলে বিক্রি হয়েছে ৪৫৪টি, আর মেয়েদের হলে ১৮০টি।
জমার সংখ্যা অনুযায়ী, কেন্দ্রীয় সংসদে জমা হয়েছে ১২৫টি মনোনয়নপত্র, আর হল ও হোস্টেলের সংসদে ২৪৬টি। ছেলেদের হলে জমা হয়েছে ১৫০টি, মেয়েদের হলে ৯৬টি। মোট জমা হয়েছে ৩৭১টি মনোনয়নপত্র।
চাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, নির্বাচন প্রক্রিয়ায় প্রার্থীদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আমরা নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছি।
সোহেল নামে একজন শিক্ষার্থী মন্তব্য করে বলেন, মনোনয়নপত্রের সংখ্যা দেখলে বোঝা যাচ্ছে এবারের নির্বাচন প্রতিযোগিতামূলক। তবে সবাই জমা দিচ্ছে না।

এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন জানিয়েছে, প্রার্থীদের ডোপ টেস্ট করানো হচ্ছে। প্রার্থীর শরীরে মাদকগ্রহণের আলামত থাকলে তার প্রার্থীতা বাতিল হবে।
চবি মেডিকেলের চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘আমরা বুধবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রার্থীদের ডোপ টেস্ট করেছি। প্রায় সাড়ে ৬শ প্রার্থীর পরীক্ষা করা হয়েছে। বাকিদের বৃহস্পতিবার করা হবে। রিপোর্ট দ্রুত দেয়া হবে যাতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা যায়।’
পতাকানিউজ/এসএইচ/এসজিএন

