চট্টগ্রামে ইবনে সিনা হাসপাতালের এক চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে। ফেসবুক লাইভ ও ৯৯৯ এ কল দেয়ার পর বাকলিয়া থানা পুলিশ রক্তাক্ত অবস্থায় ওই চিকিৎসককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
মঙ্গলবার, ১২ আগস্ট বিকেলে চট্টগ্রামের পশ্চিম বাকলিয়া কেবি আমান আলী রোডের নুর বেগম মসজিদের পাশের ভবনের চার তলায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ডা. ইকবাল হোসেনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। তিনি বাকলিয়ার ওই স্থানে একটি বাড়ি নির্মাণ করছেন।
এ ঘটনায় ইবনে সিনা হাসপাতালের মেডিকেল অফিসার মো. ইকবাল তার ব্যক্তিগত ফেসবুকে লাইভে বিএনপির নেতা-কর্মীদের দ্বারা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করেন। তিনি দাবি করেন, চাঁদা না দেওয়ায় তাঁর ওপর হামলা হয়েছে।
ফেসবুক লাইভে ওই চিকিৎসক বলেন, ‘আমাকে বিএনপির সন্ত্রাসী হারুনসহ তার সহযোগীরা মারধর করেছে। আমাকে মেরে ফেলার জন্য খুঁজতেছে। আমি এখন ঘরে লুকিয়ে আছি। আমি ৯৯৯ এ ফোন দিয়েছি। ২০-৩০ মিনিট হয়ে গেছে, এখনও কেউ আসেনি। ওরা আমার ভাগিনা-ভাগনিদেরকে নিয়ে গেছে। আমাকে বাঁচান। আমাকে মেরে রক্তাক্ত করে ফেলেছে। আমার চোখ দিয়ে রক্ত পড়ছে। আমার চশমা ভেঙে গেছে।’
স্থানীয় একটি সূত্র জানায়, একটি ভবন নির্মাণকে কেন্দ্র করে ডাক্তারের কাছে চাঁদা দাবি করে বিএনপি সমর্থিত নেতারা। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হারুন নামে এক নেতা মারধর করেন।
এ বিষয়ে আহত ওই চিকিৎসকের সাথে কথা বলার চেষ্টা করা হয়, তবে তিনি চিকিৎসাধীন থাকায় তা সম্ভব হয়নি।
বাকলিয়া থানার ওসি মুহাম্মদ ইখতিয়ার উদ্দিন বলেন, বাড়ি নির্মাণকে ঘিরে দ্বন্দ্বের কথা শুনেছি। এটা নিয়ে স্থানীয়দের সাথে বিরোধ চলে আসছিল। আজ সিডিএ টিম পরিদর্শনের সময় স্থানীয়দের সাথে ডা. ইকবালের হাতাহাতির একপর্যায়ে তিনি আহত হন। ৯৯৯-এ কল পাবার পর আমরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পৌঁছে দিয়েছি।’
পতাকানিউজ/এএস/এসজিএন

