নলুয়া ইউনিয়ন পরিষদের ৮নম্বর ওয়ার্ডের সদস্য যুবলীগ নেতা মো. মিজানুর রহমানকে কিকআউট করলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান। এর আগে বৃহস্পতিবার, ১৪ আগস্ট কর্মদবিসের শুরুতেই মিজানুর রহমানকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তাঁর জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে সহকারী কমিশনারকে (ভূমি)। বৃহস্পতিবার সকালে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
এর আগে বুধবার, ১৩ আগস্ট রাত ১০টা ১৯ মিনিটে অনলাইন পোর্টাল পতাকা নিউজে ‘দায়িত্ব নিয়ে এ কী করলেন ইউএনও’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। সংবাদ প্রকাশের ১২ ঘণ্টার মধ্যেই প্যানেল চেয়ারম্যান মো. মিজানুর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।
অফিস আদেশে বলা হয়েছে, সাতকানিয়া উপজেলার ৩ নম্বর নলুয়া ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা ও সাধারণ কার্যক্রম সচল রাখার জন্য নাগরিক সনদপত্র, উত্তরাধিকারী/ওয়ারিশ সনদপত্র, বিভিন্ন প্রত্যয়নপত্র, ট্রেড লাইসেন্স, সামাজিক সালিশি বৈঠক/গ্রাম আদালত সরকারি বিধি মোতাবেক পূর্বের ন্যায় পরিচালনা করা ও অন্যান্য সেবাসমূহ প্রদানের জন্য মো. মিজানুর রহমান, ইউপি সদস্য, ৮নং ওয়ার্ড, ৩নং নলুয়া ইউনিয়ন পরিষদকে এ কার্যালয়ের ১২ আগস্ট, ২০২৫ তারিখে স্মারক মূলে দায়িত্ব প্রদান করা হয়েছিল। অনিবার্য কারণবশত এবং জনস্বার্থে উল্লেখিত স্মারকের মাধ্যমে মো. মিজানুর রহমানকে প্রদানকৃত দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হলো। সাতকানিয়া উপজেলার ৩নং নলুয়া ইউনিয়ন পরিষদের কার্যক্রমসমূহ পূর্বের ন্যায় সহকারী কমিশনার (ভূমি), সাতকানিয়া এর মাধ্যমে পরিচালিত হবে।

এরে আগে গত ১ আগস্ট চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে যোগ দেন খোন্দকার মাহমুদুল হাসান। যোদ দেওয়ার মাত্র ১২ দিনের মাথায় তিনি একটি অফিস আদেশ জারি করে নলুয়া ইউনিয়ন পরিষদের ৮নম্বর ওয়ার্ডের সদস্য মো. মিজানুর রহমানকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস থেকে এমন চিঠি ইস্যুর পরদিনই প্রশ্ন ওঠা শুরু হয়, ইউএনও কী করলেন এটা? দায়িত্ব নিয়েই বড় উপহার দিলেন একজন যুবলীগ নেতাকে!
মিজান নলুয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মরফলা শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি পদে দায়িত্বরত ছিলেন। তখনকার সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নিজাম উদ্দীন নদভী, আবার কখনো সাবেক শ্রমপ্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর দাপটের কেতন ওড়াতেন এলাকায়।
পতাকানিউজ/আরবি

