এশিয়া কাপে পাকিস্তান-ভারত ম্যাচ দুই দিন আগে শেষ হলেও সেই খেলা ঘিরে বিতর্ক যেন প্রতিদিন বেড়েই চলেছে। নিরুত্তাপ সেই খেলা শেষ হয়েছিল দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাত না মেলানোর মধ্যে দিয়ে। এরপর একের পর এক ঝড় উঠছে দুই দলের নানা কর্মকাণ্ডে।
এর মধ্যে জানা গেল, এবার এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হলেও দলটির অধিনায়ক সূর্যকুমার যাদব ট্রফি নেবেন না পুরস্কার বিতরণের মঞ্চে। কারণ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বর্তমান সভাপতি পাকিস্তানের মহসিন নকভি সেই পুরস্কার বিতরণ করবেন। এমনই খবর দিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।
এসিসি’র বর্তমান সভাপতি মহসিন নকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান। পাঁচমাস আগে হওয়া পেহেলগামের ঘটনা ও এর পরবর্তীতে অপারেশন সিন্দুর নিয়ে পাকিস্তানের সাথে প্রতিবেশী ভারতের চলছে চরম রাজনৈতিক টানাপোড়েন। যারা ছায়া পড়েছে এবারের এশিয়া কাপের ক্রিকেট মাঠেও।
এমনকি শুধু চ্যাম্পিয়ন হলেই নয় ফাইনালে পরাজিত হলেও ভারতীয় ক্রিকেট দল পুরস্কার বিতরণের মঞ্চে উঠবে না বলে জানিয়েছে পিটিআই। কারণ সেই মঞ্চে থাকবেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি।
পিটিআই বলছে, ভারত যদি এশিয়া কাপের ফাইনালে ওঠে, তা হলে ভারতীয় ক্রিকেটারেরা নকভির সঙ্গে পুরস্কার মঞ্চে থাকবেন না। এসিসি প্রধান হিসেবে নকভিরই চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা। অর্থাৎ ২৮ সেপ্টেম্বর হতে যাওয়া এশিয়া কাপের ফাইনালের বহু আগেই আবার উত্তপ্ত হয়ে উঠলে ক্রিকেট অঙ্গন।
রবিবার, ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। শুরুতে ব্যাট করে পাকিস্তানের ৯ উইকেটে ১২৭ রানের জবাবে ১৬.৫ ওভারে ৩ উইকেট হারিয়েই সেই লক্ষ্য পৌঁছায় ভারত।
বিতর্কের শুরু সেই ম্যাচ শুরুর মুহূর্ত থেকেই। সেদিন ম্যাচের আগে টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সাথে হাত মেলাননি ভারতের অধিনায়ক সূর্যকূমার যাদব। আবার খেলা শেষে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। এমনকি ভারতীয় ড্রেসিং রুমের সামনে থেকে ফিরে এসেছেন পাকিস্তান দলের ক্রিকেটার ও কোচ। এই ঘটনায় তীব্র প্রতিবাদ করেছে পাকিস্তান।
সেদিন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছিলেন না পাকিস্তানের অধিনায়ক সালমান। এরপর সোমবার পাকিস্তান বোর্ড আইসিসির কাছে লিখিত অভিযোগ দিয়ে দাবি করে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট রবিবার টসের সময় সালমান আলি আগাকে ভারতীয় অধিনায়কের সাথে হাত মেলাতে নিষেধ করেছিলেন। তাই এশিয়া কাপের দায়িত্ব থেকে অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেয়ার দাবি জানায় পিসিবি।
কিন্তু সোমবার রাতে আইসিসি জানিয়ে দেয় অ্যান্ডি পাইক্রফটকে প্রত্যাহার করা হচ্ছে না। আইসিসির পক্ষ থেকে এক চিঠিতে পিসিবিকে জানানো হয়, ভারত-পাকিস্তান ম্যাচে হাত না মেলানো বিতর্কে পাইক্রফটের কোনো ভূমিকা নেই।
ইতিমধ্যে পিসিবি জানিয়েছে, তাদের দাবি মানা না হলে প্রতিযোগিতা থেকেই নাম তুলে নেবে তারা। বুধবার, ১৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচেও ম্যাচ রেফারি হিসেবে থাকার কথা অ্যান্ডি পাইক্রফটের। তাহলে কি পাকিস্তান আমিরাতের সাথে খেলাটি বয়কট করতে চলেছে।
কী বলছে বিসিসিআই?
টিম ম্যানেজমেন্ট, হেড কোচ গৌতম গম্ভীর এবং সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে আলোচনার পর ভারতীয় দলের পক্ষ থেকে এই দৃঢ় অবস্থান নেওয়া হয়েছে। অন্যদিকে, বিসিসিআই-এর মতে হাত মেলানো কোনও নিয়ম নয় বরং একটি ঐতিহ্য। রুল বুকে হ্যান্ডশেক নিয়ে কোনও বাধ্যবাধকতা নেই, তাই ভারত আইনত বাধ্য নয়। তাই এটাও বলে দেয়া যায় যে, এশিয়া কাপে ভারত-পাকিস্তান ফের মুখোমুখি হলেও, টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক করবেন না।
পতাকানিউজ/কেএস

