৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে জয়পুরহাট সদর থানা থেকে লুট হওয়া ১টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে জয়পুরহাট র্যাব-৫ এর অভিযান দল।
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর জয়পুরহাট সদর উপজেলার হাতিল ফকিরপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি উদ্ধার করা হয়। যার দৈর্ঘ্য ৩.৩ ইঞ্চি। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেনেডটি থানায় হস্তান্তর করে র্যাব।
র্যাব জানায়, লাল রঙের টিস্যু কাপড়ের ব্যাগের মধ্যে মোড়ানো একটি সাদা রঙের সাউন্ড গ্রেনেড উদ্ধার করে থানায় জমা দেওয়া হয়। ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট বিজয় উল্লাসের প্রাক্কালে দুর্বৃত্তরা জয়পুরহাট সদর থানায় লুট ও অগ্নিসংযোগ করে। যার মধ্যে উদ্ধার হওয়া ওই গ্রেনেডও ছিল।
এর আগে র্যাবের অভিযান দল থানা থেকে লুট হওয়া রাইফেল ও পিস্তলের ২১ রাউন্ড তাজা গুলি এবং দুটি ওয়াকিটকি উদ্ধার করে।
জয়পুরহাট সদর থানার ওসি তামবীরুল ইসলাম জানান, র্যাবের উদ্ধার করা সাউন্ড গ্রেনেড থানায় হস্তান্তরের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পতাকানিউজ/এসি/এমওয়াই

