জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বহুল প্রত্যাশিত এই নির্বাচনের আগে সংগঠনটি তারুণ্যনির্ভর প্যানেল এবং বাস্তবায়নযোগ্য অঙ্গীকার শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেছে।
আজ শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদম্য-২৪ স্মৃতিস্তম্ভের সামনে ইশতেহার ঘোষণা করেন তারা।
ইশতেহারে স্থান পাওয়া ৮টি অঙ্গীকার হলো
১.আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা, শিক্ষাবান্ধব, নিরাপদ ও বৈচিত্র্যময় ক্যাম্পাস।
২.পরিকল্পিত আবাসন ও উন্নতমানের খাবারের নিশ্চয়তা
৩. নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গণ ও স্বাস্থ্য সুরক্ষা
৪. মানসম্মত স্বাস্থ্যসেবা
৫. সুসমন্বিত পরিবহন ব্যবস্থা
৬. ক্রীড়াচর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের বিকাশ
৭. পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণ
৮. প্রাণিবান্ধব ক্যাম্পাস
ইশতেহার ঘোষণার সময় ছাত্রদল জানায়, তারা গুম-খুন, রাষ্ট্রীয় নিপীড়ন ও নিষ্পেষণ মোকাবিলা করে একটি সুন্দর ক্যাম্পাস ও বেটার বাংলাদেশের স্বপ্ন দেখছে। তাদের লক্ষ্য হলো একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে।
ইশতেহারে আরো বলা হয়, আধুনিক শিক্ষায়তন, নিরাপদ পরিবেশ, উন্নতমানের খাবার, নারীর নিরাপত্তা, মানসম্মত স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায় ছাত্রদল কার্যকর পদক্ষেপ নেবে। নারী নেতৃত্বের বিকাশে জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির এক নারী শিক্ষার্থীকে শীর্ষ পদপ্রার্থী হিসেবে মূল্যায়ন করা হয়েছে।
পতাকানিউজ/আইবিএম

