জাপানের রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার ঘনিষ্ঠ সহযোগী এবং ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সেক্রেটারি জেনারেল হিরোশি মরিয়ামা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নির্বাচনী পরাজয়ের দায় স্বীকার করেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০ জুলাইয়ের উচ্চকক্ষ নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে ইশিবার নেতৃত্বাধীন জোট। ক্ষমতাসীন জোট হারিয়েছে সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা। আর এই পরাজয়ের দায় নিয়ে মঙ্গলবার প্লেনারি বৈঠক শেষে সাংবাদিকদের সামনে পদত্যাগের ঘোষণা দেন মরিয়ামা। তিনি বলেন, দলের পরাজয়ের জন্য দায়িত্ব স্বীকার করতেই পদ ছাড়ছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।
মরিয়ামা পরিচিত ছিলেন কঠোর আর্থিক নীতি অনুসারী রাজনীতিক হিসেবে। তার পদত্যাগ শুধু দলের ভেতরেই নয়, সরাসরি প্রভাব ফেলতে পারে ইশিবার অবস্থানেও।
এদিকে, প্রধানমন্ত্রী ইশিবা এখনই পদত্যাগ করতে নারাজ। তিনি জানিয়েছেন, নির্বাচনী পরাজয়ের দায় কীভাবে নেবেন, তা তিনি উপযুক্ত সময়ে ঘোষণা করবেন। ইশিবার মতে, দেশের জনগণ এখন মূল্যস্ফীতি আর মার্কিন শুল্কনীতির প্রভাবে ভুগছে। তাই অর্থনৈতিক সমাধান খুঁজে বের করাই তার কাছে প্রধান দায়িত্ব।
ইশিবা আরও বলেন, দল যেসব চ্যালেঞ্জের মুখোমুখি, তা সমাধানের জন্য কাজ করাই তার দায়িত্ব পালনের একটি অংশ।

