মহানবীর (সা.) আগমন উপলক্ষে পবিত্র জশনে জুলুসে সকাল থেকেই লোকে লোকরণ্য ছিলো বন্দর নগরী চট্টগ্রামের রাজপথ। আশেকে রাসুলরা ছিলো উচ্ছাস আর আনন্দে উদ্বেলিত। কিন্তু দুপুর না গড়াতেই জুলুস বিষাদে পরিনত হয় মুরাদপুরে অসুস্থ ও পদদলিত হয়ে দুঃজনের মৃত্যুর ঘটনায়।
জুলুস মুরাদপুর অতিক্রম করার সময় অতিরিক্ত গরম ও ভিড়ের চাপে পদদলনের ঘটনা ঘটে। এছাড়া মুরাদপুরে খালের উপরের অতিরিক্ত মানুষের ভারে ব্রীজ ভেঙে খালে পড়ে আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। আহতদের মেডিকেলে নিয়ে গেলে ২ জনের মৃত্যুর খবর নিশ্চত করে কতৃপক্ষ।
নিহতরা হলেন পটিয়া উপজেলার বাসিন্দা মো. আইয়ুব আলী। এবং নগরীর কালামিয়া বাজারের বাসিন্দা ১৩ বছরের কিশোর মো. সাইফুল। এছাড়া আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক বলে জানান চিকিৎসক।
নিহত আইয়ুবের শ্যালক জানান সকালে পটিয়া থেকে জুলুসে অংশ নিতে শহরে আসে। গরম আর মানুষের চাপ সহ্য করতে না পেরে মাথা ঘুরে পড়ে যায়। পরে পদদলিত হয়।
হাসপাতালের করিডোরে তখন কান্নার রোল। নিহত সাইফুলের জন্য আর্তনাদ করছিলেন তার বোন। তিনি জানান সকালে ওর বন্ধুবান্ধবের সাথে জুলুসে এসেছিল। এরপর তার মৃত্যুর খবর পান তিনি।
এদিকে ব্রীজ ভেঙে খালে পড়ার ঘটনায় হুড়োহুড়িতে আহত হয়েছেন অনেকে। সর্বমোট ১১ জন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
– পতাকানিউজ

