কক্সবাজারের টেকনাফে অস্ত্র ঠেকিয়ে পাহাড়ের পাশের কৃষি জমিতে কাজ করার সময় ২ কৃষকসহ তিনজনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর, দুপুরের দিকে টেকনাফ বাহার ছড়ার চৌকিদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর।
অপহৃতরা হলেন- টেকনাফ বাহার ছাড়া ইউপির উত্তর শীলখালী পাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল্লাহর ছেলে মো. আলী (৩২), একই এলাকার কালো সওদাগরের ছেলে ভুট্টো (৪৫) ও আনোয়ার হোসেনের ছেলে হন্যায়া (১৪)।
ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে। অপহৃতদের মধ্যে ২ জন হচ্ছে কৃষক ও একজন রাখাল। এসময় অপহরণকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধরে নিয়ে যায়।’
কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এ নিয়ে গত ১৯ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৬৩ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে অধিকাংশ মুক্তিপণ দিয়ে ফিরেছে।
পতাকানিউজ/এনএ/এমওয়াই

