যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় দুই দিনের সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। আগের দিন মঙ্গলবার রাতে তিনি যুক্তরাজ্য পৌঁছেন। কোনো মার্কিন প্রেসিডেন্ট এর আগে দুই দফা যুক্তরাজ্য সফর করেননি। ফলে ট্রাম্পের এই সফরকে বলা হচ্ছে নজিরবিহীন।
যুক্তরাজ্যে দুইদিন অবস্থান করবেন ট্রাম্প। এই সময়ে তিনি রাজা তৃতীয় চার্লস, প্রধানমন্ত্রী বিয়ের স্টার্মারসহ একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে দেখা করার কথা রয়েছে। কিন্তু সবকিছুকে ছাপিয়ে বড় হয়ে উঠেছে এই সফরে ট্রাম্প কি কি চুক্তি করতে যাচ্ছেন সেই বিষয়ে।
বলা হচ্ছে, বাণিজ্য থেকে শুরু করে ইউক্রেণ যুদ্ধ- সব কিছুই থাকতে পারে আলোচনার টেবিলে। আবার চুক্তিও হতে পারে একাধিক।
স্ত্রী মেলানিয়াকে নিয়ে নিয়ে যুক্তরাজ্য পৌঁছার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন ট্রাম্প। এরই মধ্যে উইন্ডসরে রাজা তৃতীয় চার্লসের রাজকীয় আতিথেয়তাসহ নৈশভোজে অংশগ্রহণ করবেন ট্রাম্প দম্পতি।
এরপর প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন ট্রাম্প। মুল চুক্তিগুলো হতে পারে সেখানেই। বাণিজ্য, জাতীয় নিরাপত্তা, ভূরাজনীতির সঙ্গে অবধারিতভাবেই উঠে আসতে পারে ইউক্রেণযুদ্ধ প্রসঙ্গও।
চুক্তির মধ্যে দুই দেশের পারস্পারিক সহযোগিতা জোরদার ছাড়াও একটি ট্রান্স-আটলান্টিক ট্রাস্কফোর্স’ গঠনের ঘোষণাও আসবে।

