নেই কোনো চিকিৎসা বিষয়ে ডিগ্রি। এরপরও নামের আগে লিখেন ডাক্তার। প্রেসক্রিপশনে লিখতেন ওষুধের নাম। নিবন্ধন ছাড়াই রোগীদের দিচ্ছিলেন চোখের চিকিৎসা। এমন এক ভুয়া ডাক্তার ধরা পড়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। তার কাঁধে উঠেছে অর্থদণ্ড। দণ্ডপ্রাপ্ত সেই চিকিৎসকের নাম রাকিবুল ইসলাম। তিনি রামগড় বাজারের আমজাদ মেডিকেল হলে দীর্ঘদিন ধরে রোগীদের চোখের চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন।
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর সকাল ১১টায় রামগড় বাজারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম। এসময় ভুয়া ডাক্তার রাকিবুল ইসলাম প্রয়োজনীয় কাগজপত্রের কিছুই দেখাতে পারেননি। এ অপরাধে তাকে ৪০ হাজার টাকার জরিমানা করা হয়।
অভিযান সুত্রে জানা যায়, রাকিবুল ইসলামক বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) নিবন্ধন ছাড়াই রোগীদের চোখের চিকিৎসা দিয়ে আসছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি ডিগ্রি ছাড়াই চিকিৎসা দেয়ার কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম বলেন, ‘অভিযোগ পেয়ে আমজাদ মেডিকেল হলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোনোরকম ডিগ্রি ছাড়াই চিকিৎসা দেয়ার কথা স্বীকার করেন রাকিবুল ইসলাম। এজন্য তাকে ৪০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।’
পতাকানিউজ/এসআর/আরবি

