নয় বছরের সম্পর্ক অবশেষে পৌঁছলো নতুন এক অধ্যায়ে। পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো বিয়ের প্রস্তাব দিয়েছেন দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে। ২০১৬ সালে মাদ্রিদের একটি গুচি শোরুমে শুরু হওয়া তাদের গল্প এখন পরিণতির অপেক্ষায়।
২০১৬ সালের শীতের এক বিকেলে রোনালদো গুচির শোরুমে ঢোকার মুহূর্তেই চোখে চোখ পড়ে কাউন্টারের পেছনে দাঁড়িয়ে থাকা তরুণী জর্জিনার সঙ্গে। তখন তিনি ছিলেন সাধারণ এক বিক্রয়কর্মী, আর রোনালদো বিশ্ববিখ্যাত ফুটবল তারকা। কিন্তু খ্যাতি–অখ্যাতির ব্যবধান প্রেমের পথে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। প্রথম সাক্ষাতের পর নানা অজুহাতে দেখা করা শুরু হয়, যদিও প্রথমদিকে সম্পর্কের কথা গোপন রাখা হয়েছিল।
২০১৭ সালের জানুয়ারিতে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রথমবার প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় রোনালদো ও জর্জিনাকে। সেই বছরের নভেম্বরে তাদের ঘরে জন্ম নেয় প্রথম কন্যা আলানা মার্তিনা। এরপর ২০২২ সালে জন্ম নেয় আরেক কন্যা বেলা এস্মেরলাদা। রোনালদোর অন্যান্য সন্তানদের দায়িত্বও গ্রহণ করেন জর্জিনা, হয়ে ওঠেন রোনালদোর জীবনের অপরিহার্য অংশ। একইসঙ্গে তিনি গড়ে তোলেন নিজের ক্যারিয়ার, ফ্যাশন ও বিনোদন জগতে তৈরি করেন আলাদা পরিচিতি।
বছরের পর বছর এ সম্পর্ক অটুট থাকলেও বিয়ের ঘোষণাটা আসছিল না। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন রোনালদো। গতকাল ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জর্জিনা জানালেন সুখবর। ছবিতে তাঁর হাতে জ্বলজ্বল করছে হীরার আংটি। ক্যাপশনে লিখেছেন, “হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও।” স্থান হিসেবে ট্যাগ করেছেন সৌদি আরবের রিয়াদকে, যেখানে বর্তমানে আল নাসরের হয়ে খেলছেন রোনালদো।
এখন ফুটবলপ্রেমী থেকে ভক্ত, সবাই অপেক্ষা করছে কবে আনুষ্ঠানিকভাবে পরিণয়ে আবদ্ধ হবেন রোনালদো–জর্জিনা। ধারণা করা হচ্ছে, তাদের বিয়ে হবে স্মরণীয় এক আয়োজন।
পতাকানিউজ/ওয়াইএস

