পটুয়াখালীতে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ২ কোটি ২৪ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের বিদেশি সুপারি উদ্ধার করা হয়েছে। এসময় চোরাচালান চক্রের সাথে জড়িত ১৭ জনকে আটক ও একটি ফিশিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড।
সোমবার, ১১ আগস্ট দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, ‘১০ আগস্ট রাত ২টায় কোস্ট গার্ড স্টেশন সদর থানার লোহালিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহজনক একটি ফিশিং বোট তল্লাশি করে ৩৭ হাজার ৪৫৫ কেজি বিদেশি সুপারি, ফিশিং বোট ও ১৭ পাচারকারী আটক করা হয়। পরে জব্দকৃত সুপারি, বোট ও আটককৃতদের পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয় ’
তিনি আরও জানান, ‘অবৈধ চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।’
পতাকানিউজ/আইএইচএস/এএইচ

