মস্তিষ্কের গভীরে কী ঘটছে, তা বোঝার জন্য এখন আর জটিল ও বেদনাদায়ক অপারেশনের প্রয়োজন হবে না। বিজ্ঞানীরা এমন এক হেলমেট উদ্ভাবন করেছেন, যা মাথায় পরামাত্রই মস্তিষ্কের নিখুঁত ছবি ধারণ করতে সক্ষম। ডিমেনশিয়া, পারকিনসন, ডিপ্রেশন বা টিউমারের মতো জটিল রোগ শনাক্ত করা যাবে সহজেই।
লন্ডনের ইউনিভার্সিটি কলেজের গবেষকদের তৈরি এই বিশেষ হেলমেটে লাগানো আছে অসংখ্য সংবেদনশীল সেন্সর। এটি উচ্চ কম্পাঙ্কের শব্দতরঙ্গ ব্যবহার করে মস্তিষ্কের অভ্যন্তরীণ কাঠামো স্ক্যান করে। এর মাধ্যমে মস্তিষ্কের স্নায়ু কোষের অবস্থা, কোনো অস্বাভাবিকতা বা রোগের উপস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে—সবকিছুই বিনা অপারেশনে।
পারকিনসনস রোগ সম্পর্কে আগে ধারণা ছিল যে এর কোনো চিকিৎসা নেই। কিন্তু এখন ব্রেন পেসমেকারের মতো প্রযুক্তি দিয়ে এটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। তবে সেই প্রক্রিয়া জটিল ও ঝুঁকিপূর্ণ। এই নতুন হেলমেটটি সেই জটিলতা দূর করে সহজ ও নিরাপদভাবে রোগ শনাক্ত করতে সাহায্য করবে।
গবেষক দলের সদস্য এলিনর মার্টিনের মতে, সাধারণ এমআরআই যেখানে মস্তিষ্কের গভীর কিছু অংশ সনাক্ত করতে পারে না, এই আল্ট্রাসাউন্ড হেলমেট সেখানে কার্যকরভাবে কাজ করবে। বিশেষ করে দীর্ঘমেয়াদী ডিপ্রেশন বা স্মৃতিলোপের মতো সমস্যার কারণ বুঝতে এবং চিকিৎসার পথ বের করতে এটি বিশেষ ভূমিকা রাখবে।
তবে এই হেলমেটটি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে। ব্যাপক হারে ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হবার পরই কেবল এর সাফল্য সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ভবিষ্যতে এই প্রযুক্তি চিকিৎসাবিজ্ঞানে একটি বড় বিপ্লব নিয়ে আসতে পারে বলে বিজ্ঞানীরা আশাবাদী।
সূত্র: আনন্দবাজার
পতাকানিউজ/এসজিএন

