অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রির (এসিআই) পিউর আটা কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আটা উৎপাদন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার, ৩ সেপ্টেম্বর দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়।
অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা এ অভিযান পরিচালনা করেন ।
সে সময় জাগীর পুলিশ ক্যাম্প সংলগ্ন বাজারের ২টি মিষ্টির দোকানে মূল্য তালিকা প্রকাশ্যে ঝুলিয়ে না রাখার কারণে ৫ হাজার টাকা করে দোকানদারদের জরিমানা করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা জানান, এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। ভোক্তাদের অধিকার রক্ষায় তারা সবসময় সচেষ্ট থাকবেন। অভিযানে ক্যাব ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
পতাকানিউজ/জেডএইচসি/এসজিএন

