চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসে কার ও ঈগল মিনি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার, ১২ আগস্ট বিকেল পৌনে ৪টায় বাইপাস সড়কের ভাটিখাইনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স পটিয়া স্টেশনের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ পতাকানিউজকে বলেন, ‘আমাদের প্রতিনিধি ঘটনাস্থলে রয়েছে। সেখান থেকে এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।’
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন ব্রিজ, চট্টগ্রাম থেকে লোহাগাড়াগামী একটি ঈগল বাস ও বিপরীতমুখী একটি কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। বৃষ্টিভেজা পিচ্ছিল রাস্তায় সংঘর্ষের পর কারটি দুমড়ে মুচড়ে যায়। বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় কার ও বাসে কতজন যাত্রী ছিল তা জানা যায়নি।
পতাকানিউজের পটিয়া প্রতিনিধি জানান, দুর্ঘটনায় আহত ১০জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
পাতাকানিউজ/আরএস/এসজিএন

