দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) টানা উত্থানের ধারাবাহিকতা ধরে রেখেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সব সূচকেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়, আর অধিকাংশ কোম্পানির শেয়ারদর বাড়ায় বাজারজুড়ে আশাবাদী পরিবেশ তৈরি হয়।
দিনশেষে টার্নওভার গিয়ে ঠেকেছে বছরের সর্বোচ্চ পর্যায়ে। সাড়ে ১২ মাস পর লেনদেন ১,৩০০ কোটি টাকা অতিক্রম করে নতুন রেকর্ড গড়ে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,৬৩২ পয়েন্টে। আগের দিন সূচক বেড়েছিল ৩৭ পয়েন্ট। বুধবার মোট লেনদেন হয়েছে ১,৩৯৭ কোটি ৫৭ লাখ টাকার, যা গত বছরের ১১ আগস্টের পর সর্বোচ্চ।
ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ১৮৪টির শেয়ারদর বেড়েছে, ১৬৫টির কমেছে এবং ৪৭টির দর অপরিবর্তিত রয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার লেনদেন হয়েছে ২১ কোটি ১২ লাখ টাকার। মোট ২৪২ কোম্পানির মধ্যে ১২৩টির দর বেড়েছে, ৯৪টির কমেছে এবং ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে।
সিএসইর সূচক সিএএসপিআই ৭০ পয়েন্ট বেড়ে ১৫,৭২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সেখানে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৮০ লাখ টাকার, আর সূচক বেড়েছিল ৪৬ পয়েন্ট।
ডিএসই ও সিএসই উভয় বাজারের এই ইতিবাচক প্রবণতা এবং রেকর্ড লেনদেনকে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসার ইঙ্গিত হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা। তাঁদের মতে, ধারাবাহিকতা অব্যাহত থাকলে শিগগিরই সূচক ও লেনদেন আবারও নতুন মাইলফলক স্পর্শ করতে পারে পুঁজিবাজার।
পতাকানিউজ/ওয়াইএস

