কাঁচা পেঁয়াজ খাওয়ার পর মুখের দুর্গন্ধ দূর না করে মসজিদে বা অন্য যে কোনো জনসমাগমে যাওয়া থেকে বিরত থাকতে হবে। কেননা, রাসূলের হাদিসে নিষেধ করা হয়েছে। কাঁচা পেঁয়াজ খাওয়ার পর মুখ ভালো করে ধোয়া বা অন্য কিছু খাওয়ার মাধ্যমে মুখের দুর্গন্ধ দূর হয়ে গেলে মসজিদে যাওয়া যাবে।
হযরত মুহাম্মদ (সা.) কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে মুখে দুর্গন্ধ থাকা অবস্থায় মসজিদে যেতে নিষেধ করেছেন যেহেতু এটা অন্য মুসল্লিদের কষ্টের কারণ হয়।
জাবির (রা) থেকে বর্ণিত, রাসূল (দ.) বলেছেন, ‘যে ব্যক্তি রসুন কিংবা পেঁয়াজ খাবে, সে যেন আমাদের থেকে দূরে থাকে। অথবা তিনি বলেছেন, সে যেন আমাদের মসজিদ থেকে দূরে থাকে এবং নিজ বাড়িতে বসে থাকে।’
আল্লাহ তায়ালা বলেন, ‘হে বনু আদম! তোমরা প্রতি সালাতের সময় তোমাদের সৌন্দর্যকে ধারণ করো।’ (সূরা আল-আ‘রাফ, আয়াত: ৩১)
সহীহ মুসলিমের বর্ণনায় এসেছে, ‘যে ব্যক্তি পেঁয়াজ, রসুন ও খাবে, সে যেন কখনই আমাদের মসজিদ পানে না আসে। কেননা বনী আদম যাতে কষ্ট পায় ফিরিশতারাও তাতে কষ্ট পায়।’
আবু সাঈদ খুদরি (রা) থেকে বর্ণিত তিনি বলেন, একদিন আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সামনে রসুন এবং পেঁয়াজের কথা উল্লেখ করে প্রশ্ন করা হয়, আল্লাহর রাসুল! এ দুটির মধ্যে রসুনে তেজ বা ঝাঁঝ বেশী, আপনি কি একে হারাম মনে করেন? তখন নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, আপনারা পেঁয়াজ ও রসুন খেতে পারেন, কিন্তু যে ব্যক্তি এগুলো খাবে, এর দুর্গন্ধ দূর না হওয়া পর্যন্ত সে যেন মসজিদে না আসে। (সুনানে আবু দাউদ)
সুতরাং কাঁচা পেঁয়াজ খাওয়ার পর মুখের দুর্গন্ধ দূর না করে মসজিদে বা অন্য যে কোনো জনসমাগমে যাওয়া থেকে বিরত থাকতে হবে। কাঁচা পেঁয়াজ খাওয়ার পর মুখ ভালো করে ধোয়া বা অন্য কিছু খাওয়ার মাধ্যমে মুখের দুর্গন্ধ দূর হয়ে গেলে মসজিদে যাওয়া যাবে।
পতাকানিউজ/এএইচ

