ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফসলি জমি থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগানসহ ২ রাউন্ড গুলি ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার ২ সেপ্টেম্বর, রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আড়াইসিধা ইউপির দগরীসার এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার ৩ আগস্ট, দুপুরে র্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘মঙ্গলবার রাত ১২.১০ মিনিটে দগরীসার এলাকার কামাল হোসেনের ফসলি জমিতে পাইপগান ও গুলি পড়ে রয়েছে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। পরে র্যাব সেখানে অভিযান পরিচালনা করে জমির পাশ থেকে এসব অস্ত্র ও গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। অস্ত্র ও গুলি আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।’
পতাকানিউজ/বিপিবি/এমওয়াই

