ফেনীর ফুলগাজী সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ৬ মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে। সোমবার, ১১ আগস্ট ভোরে উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর এলাকায় অভিযানে ভারতীয় মাদক জব্দ করা হয়।
আটকরা হলেন, পরশুরাম উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. আবদুল করিম (৩০), কবির আহাম্মদের ছেলে মো. মমিন (২১), নুর আহাম্মদের ছেলে মো. রোমান (২১), রফিকের ছেলে মো. ইমন (২২), আমির হোসেনের ছেলে মো. হানিফ (২৩) ও ফুলগাজী উপজেলার বসন্তপুর গ্রামের ছবির আহাম্মদের ছেলে রবিউল হক (২৫)।
বিজিবি জানায়, মাদক চোরাচালান বিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ফুলগাজী থানার ওসি (তদন্ত) মো. নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বিজিবির সঙ্গে অংশগ্রহণ করে। স্থানীয়দের সহযোগিতায় টহল দলটি ৬ কারবারি আটক করে। তাদের নিকট থেকে ৩ বোতল ভারতীয় ম্যাজিক মোমেন্ট ব্র্যান্ডের মাদক জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক পাচার প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত আছে।’
পতাকানিউজ/এএম/এএইচ

