পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী হানিয়া আমির এবার আসছেন বাংলাদেশে। ‘মুক পেয়ার হুয়া থা’, ‘মেরে হামসাফার’, ‘আনা’ এবং ‘দিলরুবা’র মতো জনপ্রিয় নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি শুধু পাকিস্তানেই নয়, বাংলাদেশেও বিপুল ভক্তগোষ্ঠী গড়ে তুলেছেন। এবার সরাসরি দেখা দেবেন ঢাকার দর্শকদের সামনে।
বর্তমানে হানিয়া পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন। সেই ব্র্যান্ডের নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা উন্মোচনের অংশ হিসেবেই তাঁর বাংলাদেশ সফর আয়োজন করা হয়েছে। সফরকালে তিনি একাধিক প্রমোশনাল ইভেন্টে অংশ নেবেন বলে নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান।
একটি ভিডিও বার্তায় হানিয়া নিজেই জানিয়েছেন তাঁর সফরের কথা। ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘হাই বাংলাদেশ, আমি হানিয়া বলছি। আমি ঢাকায় আসছি, আপনাদের সবার সঙ্গে দেখা হবে।’ মুহূর্তেই এই ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন হানিয়া আমির। ২০১৬ সালে ‘জানান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। প্রাণবন্ত অভিনয়, আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং ফ্যাশন সচেতনতার কারণে দ্রুতই তরুণদের প্রিয় তারকা হয়ে ওঠেন তিনি। বর্তমানে পাকিস্তানের অন্যতম জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হানিয়া।
এদিকে সম্প্রতি বলিউডে তাঁর অভিষেক হয়েছে ‘সর্দারজি ৩’ সিনেমার মাধ্যমে। নূর চরিত্রে অভিনয় করে তিনি দুই দেশেই প্রশংসা কুড়িয়েছেন। পাকিস্তানেও ছবিটি সফল হয়েছে। বাংলাদেশ সফরে আসা নিয়ে এখন ভক্তদের প্রত্যাশা, প্রিয় তারকার সঙ্গে কাছ থেকে সাক্ষাৎ করে উচ্ছ্বাস ভাগাভাগি করার।
পতাকানিউজ/ওয়াইএস

