এশিয়া কাপে প্রথম পর্বের খেলায় বাঁচা-মরার লড়াইয়ে আফগানদের সাথে লড়াই করার মত রান স্কোর বোর্ডে জমা করতে পেরেছে বাংলাদেশি ব্যাটাররা। শুরুতে টসে জিতে ব্যাটিং করে ৫ উইকেটে ১৫৪ রান করেছে লিটন দাসের দল। আর প্রথম ওভারে মেডেন দিয়ে সেদিকউল্লাহ আতালের উইকেট তুলে নিয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এরপর নাসুম তুলে নেন জাদরানের উইকেটও।
ম্যাচের অর্ধেকটা পেরিয়ে জমজমাট এক লড়াইয়ের আভাস মিলছে। নাসুম ও তাসনিমকে দিয়ে দুই প্রান্ত থেকে আক্রমণ করছেন বাংলাদেশি অধিনায়ক।
তাসকিনের করা দ্বিতীয় ওভারের শেষ বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ ছেড়েছেন রিশাদ হোসেন। তাতে ‘জীবন’ পান আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান। তবে বেশিক্ষণ টেকেননি। নাসুমের বলে এলবিডব্লিউজ হয়ে যান জাদরান।
এরআগে বাংলাদেশের ইনিংসে তানজিদ হাসান ৩১ বলে ৫২ রান করেন। ২৮ বলেই ৫০ রান করেন তানজিদ। যা এবার তার চতুর্থ ফিফটি।
ফিফটি করার পথে ম্যাচের দশম ওভারে মোহাম্মদ নবীর বলে তানজিদ ইনিংসের তৃতীয় ছক্কাটি মারেন। এটি ছিল ২০২৫ সালে বাংলাদেশের রেকর্ড ১২৩তম ছক্কা। গত বছর ১২২টি ছক্কা মেরেছিল বাংলাদেশি ব্যাটাররা। গত বছরের চেয়ে ৬টি ম্যাচ কম খেলেই এবছর নতুন রেকর্ডটা গড়ল বাংলাদেশ। সঙ্গে তানজিদেরও ছক্কার রেকর্ড হয়েছে। ২০২৫ সালে টি-টোয়েন্টিতে তানজিদের ছক্কা এখন ২৬টি
ম্যাচের ১৩তম ওভারে তানজিদের বিদায়ের পর শেষ ৭.১ ওভারে ৫০ রান তোলে বাংলাদেশ। এ সময়ে মাত্র ২ উইকেটই হারিয়েছে বাংলাদেশ। জাকের আলী ১৩ বলে ১২ ও নুরুল হাসান ৬ বলে ১২ রান করে অপরাজিত ছিলেন।
বাংলাদেশ এর আগে একবারই আফগানদের এর চেয়ে টার্গেট দিয়েছিল ২০২২ সালে মিরপুরে। সেই ম্যাচে ১৫৬ রানের লক্ষ্য অর্জনে ব্যাট করতে নেমে ৯৪ রানে হেরেছিল আফগানিস্তান।
১৩ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৮৭ রান। হারিয়েছে ৫ উইকেট ।
পতাকানিউজ/এআই

