সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
জানা যায়, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে নিয়ে অপপ্রচারের অভিযোগে সারজিসের আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।
মঙ্গলবার, ১২ আগস্ট গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–২-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির আবেদন করেন। এরপর আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
তানভীর সিরাজ আদালতে বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু সারজিস আলম না জেনেই ফেসবুকে এ ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে।
তিনি আরও জানান, গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ইতিমধ্যে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছেন, যেখানে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। দলের নির্দেশে আমি বাদী হয়ে মামলাটি করেছি। আশা করি ন্যায়বিচার পাব।
পতাকানিউজ/এআই

