‘রিপন ভাই আপনাদের সেবা করতে চান। আমি চাইবো, সেই সুযোগ আপনারা করে দেবেন। যে মানুষ আপনাদের চাওয়া পাওয়ার মূল্য দিতে চায়, আমি মনে করি তার থেকে আর বড় মনের মানুষ হতে পারে না। আপনারা তাকে যে ভালোবাসা ও সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমি চাইবো তিনি যেন লক্ষ্য পূরণ করতে পারেন।’
কথাগুলো বলছিলেন কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মনোনয়ন প্রত্যাশী চিত্রনায়িকা অপু বিশ্বাস।

বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস। এ সময় খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের পক্ষে ভোট চান এ চিত্রনায়িকা।
জানা যায়, কুষ্টিয়ায় খোকসা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অপু বিশ্বাস অতিথি হিসেবে হাজির হয়েছিলেন। তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক নিরব। আয়োজনে মঞ্চে বক্তব্য দিতেও দেখা যায় অপু বিশ্বাসকে।
তিনি বলেন, ‘সেই ঢাকা থেকে সাত ঘণ্টা জার্নি করে এসেছি আপনাদের সঙ্গে দেখা করবো এবং কথা বলবো বলে। আমি শিল্পী, এটাই আমার পরিচয়। এই পরিচয়ে দর্শকদের ভালোবাসা পেয়েছি। এজন্য আপনাদের কাছাকাছি এসেছি। জানতে পেরেছি আপনারা সেই দুপুর ১২টা থেকে গরমের মধ্যে বসে আছেন। এটা আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ।’
অপু বিশ্বাস বলেন, ‘আমি বগুড়ার মেয়ে। এর আগে রাজবাড়ী এসেছিলাম কিন্তু খোকসা আসা হয়নি। এখানে আনার জন্য প্রাণপ্রিয় বড়ভাই রিপন ভাইকে (স্থানীয় বিএনপি নেতা) ধন্যবাদ জানাই। রিপন ভাই আপনাদের সেবা করতে চান। আমি চাইবো, সেই সুযোগ আপনারা করে দেবেন। যে মানুষ আপনাদের চাওয়া পাওয়ার মূল্য দিতে চায়, আমি মনে করি তার থেকে আর বড় মনের মানুষ হতে পারে না। আপনারা তাকে যে ভালোবাসা ও সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমি চাইবো তিনি যেন লক্ষ্য পূরণ করতে পারেন। আপনারা বাংলা চলচ্চিত্রের সাথে থাকবেন।’

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সিনেমায় কাজের পাশাপাশি রাজনীতিতেও সরব ছিলেন অপু বিশ্বাস। পেয়েছিলেন সরকারি অনুদানের সিনেমাসহ নানা সুবিধা।
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরমও কিনেছিলেন তিনি। যদিও মনোনয়ন জোটেনি তার ভাগ্যে, তবুও সরব ছিলেন বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায়।
বৃহস্পতিবার কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির অনুষ্ঠানে এ চিত্রনায়িকার উপস্থিতি নিয়ে স্যোশাল মিডিয়ায় তৈরি হয়েছে সমালোচনার ঝড়। অনুষ্ঠানে বক্তব্য দেওয়া অপু বিশ্বাসের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এজন্য অনেকেই তাকে সুবিধাবাদী হিসেবেও আখ্যা দিয়েছেন।
পতাকানিউজ/এমওয়াই

