সিন্ধু নদে বাঁধ নির্মাণ নিয়ে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব চরমে। এসবের মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ডমার্শাল আসিম মুনির বলেছেন, সিন্ধু নদীতে ভারত বাঁধ নির্মাণ করলে সেটা মিসাইল দিয়ে উড়িয়ে দেবেন তারা। ফ্লোরিডার টাম্পায় আয়োজিত এক অনুষ্ঠানে ভারতকে উদ্দেশ্য করে তীব্র হুঁশিয়ারি দেন মুনির।
তিনি জানান, পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ। যদি মনে হয় ধ্বংস হচ্ছি, তাহলে বিশ্বের অর্ধেককেও ধসিয়ে নিয়ে যাব। সিন্ধু নদে বাঁধ নির্মাণ প্রসঙ্গে আসিম মুনির আরও বলেন, বাঁধ নির্মাণ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে পাকিস্তান। যখনই এটি সম্পন্ন হবে, ১০টি মিসাইল মেরে ধ্বংস করে দেওয়া হবে।
সিন্ধু নদ যেমন ভারতের পারিবারিক সম্পত্তি নয়, তেমনি পাকিস্তানেরও মিসাইলের কোনো অভাব নেই। চলতি বছরের মে মাসে কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানে সংঘাতের পর নয়াদিল্লি হুমকি দেয়, সিন্ধুর পানি আর পাকিস্তানকে দেওয়া হবে না।

