পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনিছ হাওলাদার (৪৫) ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানজিল অভিকে (৩০) ঢাকায় গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা দুজন সম্পর্কে মামা ও ভাগ্নে।
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় রাজধানীর সবুজবাগ এলাকার অভির বাসা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ডিএমপির ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেলেন বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার। তিনি বলেন, ‘আনিচ হাওলাদার স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট মামলার এজাহারভুক্ত আসামি। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি পলাতক ছিলেন।’
তিনি আরও বলেন, ‘তানজিল অভির বিরুদ্ধে পুলিশি তদন্তে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। বিস্তারিত তদন্ত শেষে গণমাধ্যমকে পূর্ণাঙ্গ তথ্য জানানো হবে।’
পতাকানিউজ/এএইচএস/আরবি

