মুসলিম দেশগুলোর নেটো আদলে যৌথ বাহিনী গঠনের প্রস্তাব | ইসরায়েল কাতারে হামলা করার এক সপ্তাহের মধ্যে, কাতারের রাজধানী দোহায় এক গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আরব লীগের সদস্য দেশগুলোর পাশাপাশি, বেশ কিছু মুসলিম দেশও এই সম্মেলনে অংশগ্রহণ করেছে। ৯ই সেপ্টেম্বর কাতারে ইসরায়েলি হামলার পর, এই সম্মেলন আয়োজন করা হয়, যার মূল উদ্দেশ্য ছিল গাজায় চলতে থাকা যুদ্ধ এবং মানবিক বিপর্যয় বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা।

