ম্যাচ রেফারি পরিবর্তন নিয়ে নানা নাটকীয়তার মধ্যে আমিরাতের সাথে পাকিস্তানের ম্যাচটি এক ঘণ্টা পিছানোর সিদ্ধান্ত হয়েছে। মাঠের উদ্দেশ্যে হোটেল ছেড়েছে পাকিস্তান ক্রিকেট টিম। কিন্তু ম্যাচ রেফারি হিসেবে অ্যান্ডি পাইক্রফটই থাকছেন বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো। এরমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নকভি বলেছেন, পাকিস্তান দলকে মাঠে যেতে বলেছি।
বুধবার, ১৭ সেপ্টেম্বর পাকিস্তান ও আরব আমিরাতের মধ্যে খেলা শুরুর কথা ছিল বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। কিন্তু এক ঘণ্টা পিছিয়ে এখন সময় নির্ধারণ করা হয়েছে রাত সাড়ে ৯টায়। অর্থাৎ দুবাইয়ের সময় সন্ধ্যা সাড়ে ৬টার পরিবর্তে খেলা শুরুর নতুন সময় রাত সাড়ে ৭টা। এর ৩০ মিনিট আগে টসের সময় নির্ধারণ করা হয়েছে।

ইতিমধ্যে পিসিবি প্রধান মহসিন নকভি এ বিষয়ে সাবেক দুই পিসিবি প্রধান রমিজ রাজা ও নাজাম শেঠির সাথে এই বিষয়ে দেখা করে আলোচনা করেছেন। পিসিবির মুখপাত্র আমীর মীর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সাংবাদিকদের বলেন, তারা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং দুবাইয়ের সাথে যোগাযোগ রাখছেন। ইতিমধ্যে খেলা এক ঘণ্টা পিছিয়ে নেয়া হয়েছে।
ম্যাচের প্রতিপক্ষ আরব আমিরাত দল আগেই স্টেডিয়ামে পৌঁছে যায়। পরে পৌঁছায় পাকিস্তান ক্রিকেট দল। তবে একাধিক সূত্রের বরাত দিয়ে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আগের সিদ্ধান্ত মতই এই খেলায় ম্যাচ রেফারি হিসেবে থাকছেন অ্যান্ডি পাইক্রফট।
ভারতের সাথে ম্যাচে হাত না মেলানোর ঘটনার জেরে বুধবার আমিরাতের সাথে হতে যাওয়া ম্যাচে পাইক্রফটকে দায়িত্বে না রাখার দাবি জানিয়েছিল পিসিবি। আর তা না হলে টুর্নামেন্ট বর্জনের হুমকিও দিয়েছিলেন পিসিবি।
বুধবার দিনের বেলায়, পাকিস্তানের কয়েকটি সংবাদ মাধ্যম জানায়, এশিয়া কাপে পাকিস্তানের বাকি ম্যাচগুলোতে আর দায়িত্ব দেয়া হবে না অ্যান্ডি পাইক্রফটকে। এর আগে রবিবার এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ শেষে হাত না মেলানো নিয়ে পানি অনেক দূর গড়িয়েছে। ওই ম্যাচ শেষে পাকিস্তান দলের ম্যানেজার আইসিসির কাছে দেয়া আনুষ্ঠানিক অভিযোগে জানান, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট টসের সময় বলেছিলেন দুই অধিনায়ককে করমর্দন না করতে। যদি গতকাল আইসিসি জানিয়েছিল, এই অভিযোগের কোনো ভিত্তি নেই।
বুধবার সংযুক্ত আরব আমিরাতের সাথে পাকিস্তানের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সুপার ফোরে যেতে হলে এই খেলায় জিততে হবে সালমান আলী আগার দলকে। ম্যাচের আগের দিন দুবাইয়ে পাকিস্তান দল অনুশীলন করেছে। কিন্তু মঙ্গলবার তাদের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনটি হয়নি।
এরপর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিবৃতি দিয়ে জানায়, বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে তারা এশিয়া কাপ বর্জন করবে কিনা। মঙ্গলবার ক্রিকবাজ জানায়, এশিয়া কাপে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে বদলাতে পিসিবির অনুরোধ নাকচ করে দিয়েছে আইসিসি।
এখন অপেক্ষার পালা। শেষ পর্যন্ত আদৌ মাঠে গড়ায় কিনা খেলা। মাঠে পৌঁছালেও মাঠে নামবে কি সালমান আলি আগার দল নাকি এখানে শেষ হতে চলেছে পাকিস্তানের এশিয়া কাপ। সেটা জানতে ক্রিকেট প্রেমীদের অপেক্ষা করতে হচ্ছে আরো কিছু সময়।
পতাকানিউজ/কেএস

