যুদ্ধ পরবর্তী বাংলাদেশ কারোরই মন মত হয়নি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক। শুক্রবার ১৫ আগস্ট বিকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে লেফটেন্যান্ট কর্নেল (অব.) জিয়াউদ্দীন আহমেদ বীর উত্তমের স্মরণ সভায় এই মন্তব্য করেন তিনি।
মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর আয়োজনে এই অনুষ্ঠানে প্রয়াত জিয়াউদ্দীন আহমেদের জীবনের নানান বিষয় ও মুক্তিযুদ্ধে তার অবদান নিয়ে আলোকপাত করেন তাঁর সহযোদ্ধারা এবং পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেন, যুদ্ধ পরবর্তী বাংলাদেশ আমাদের কারোই মন মত হয়নি। এখানে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, সেটা হয়ত আমাদের অযোগ্যতার কারণে অথবা আমাদের নেতৃবৃন্দের কারণেই হয়নি। যারা দেশকে যথার্থভাবে অনুবাধন করতে পারেননি। মানুষের স্পৃহাকে অনুধাবন করতে পারেননি। যুদ্ধকালীন সময়ে এটা অনেকেই আমরা ধারণা করতে পেরেছিলাম যে, যুদ্ধ পরবর্তী হয়ত আমাদের আরো দীর্ঘ সময় অধিকার অর্জনের সংগ্রামে ব্যপ্ত থাকতে হবে।
উপদেষ্টা ফারুক ই আজম বলেন, অনেকে নির্বাচনের কথা বলছেন। অনিবার্যভাবে নির্বাচন হবে। আমরা একটা সাংঘাতিক রকমের উৎসবমুখর নির্বাচন দেখতে চাই। সব মানুষ সম্মিলিতভাবে ভোট দিয়ে নির্বাচনকে সফল করবে। ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটটা দিলে দেশে জনগণের মালিকানা নিশ্চিত করতে পারে। সেরকম একটা সন্ধিক্ষণের দিকে জাতি এগিয়ে যাচ্ছে। আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। কোন অবস্থাতেই যেন আমরা এই সুযোগটা না হারাই।
তিনি বলেন, দীর্ঘসময় মানুষকে অধিকার না দেওয়া, বেঁধে রাখার চেষ্টা ও প্রবণতা ছিল। তবে এখন বাঁধ খুলেছে, সবদিকে কলরব উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এটা অব্যাহত রাখতে হবে। নতুন বাংলাদেশ গড়ার অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার কাজ করছে। সরকারকে সহযোগিতা করতে হবে।
ইউনিট আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইকরামুল করিম, বীর মুক্তিযোদ্ধা ডা. তালুকদার মাহফুজ, বীর মুক্তিযোদ্ধা মো. ফাহিম, বীর মুক্তিযোদ্ধা মহব্বত খান, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের রেক্টর ইমাম হাসান রেজা, ভাইস প্রিন্সিপাল ফিরোজ আহমেদ এবং পরিবারের পক্ষে ভাই ডা. ফরহাদ, ছেলে জাবেদ ও জাহেদুর রহমান, মেয়ে ইফফাত জাহান স্মৃতিচারণ করেন।
পতাকানিউজ/কেএস

