চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া ফুলতলা এলাকায় জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ডে আগুন লেগে ৮জন শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর সকালে এই দুর্ঘটনা ঘটলেও জানাজানি হয় সন্ধ্যায়। দগ্ধ শ্রমিকদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
শ্রমিকরা জাহাজ কাটার সময় আগুনের স্ফূলিঙ্গ পাশে থাকা ইঞ্জিন রুমের পোড়া মোবিলে পড়লে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সেখানে থাকা ৮জন শ্রমিক আহত হন। যাদের মধ্যে দুইজনের শরীরের ২০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শিপ ইয়ার্ড এর নিজস্ব ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ৩জনকে সাগরিকা গ্রীন শিপা হাসপাতালে ও বাকি ৫জনকে শহরের মেহেদীবাগের ন্যাশনাল হাসপাতালে পাঠানো হয়।
দগ্ধরা হলেন- দুলাল হোসেন, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, মুক্তার শেখ, সহিদুর রহমান, মো. ফারুক, দুলাল হোসেন ও হানিফ আলী। আহতদের মধ্যে সহিদুর ও মো. ফারুকের অবস্থা গুরুতর।
চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ঘটনার পর পুলিশের একটি দল শিপ ইয়ার্ডটি পরিদর্শন করেছে। দাহ্য তরল পদার্থ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পর্যাপ্ত নিরাপত্তা অভাবে এই ধরণের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দাবি শ্রমিক অধিকার কর্মীদের।
পতাকানিউজ/এমওয়াই

