‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নেওয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে অভিযোগপত্র দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক। আদালত অভিযোগপত্র গ্রহণ করে পলাতক সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। প্রতিবেদন দাখিলের জন্য ১১ সেপ্টেম্বর দিন নির্ধারণ করা হয়েছে।
সূত্র জানায়, ২০২৫ সালের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একই আদালতে মামলা দায়ের করেছিলেন সিআইডির এই কর্মকর্তা। পরবর্তীতে সিআরপিসির ১৯৬ ধারায় ক্ষমতা প্রাপ্ত হয়ে তিনি তদন্ত পরিচালনা করেন। তদন্ত শেষে মোট ২৮৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে শেখ হাসিনা ও অন্যান্যরা অংশ নেন। এই সময়ে শেখ হাসিনা তার নেতাকর্মীদের কাছে দেশবিরোধী বক্তব্য প্রদান করেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন। ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ে।
এই মামলা রাজনৈতিক ও আইনগত প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, যেখানে সাইবার তদন্তের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে বিভিন্ন ব্যক্তিকে দায়ী করা হয়েছে।
পতাকানিউজ/এনটি

