পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ভাসমান অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
আজ শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে ওই উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচরের পূর্বদিকের শিবচরসংলগ্ন সাগর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।
নৌ-পুলিশ জানায়, স্থানীয় জেলেরা মাছ শিকার করতে গিয়ে পানিতে মরদেহটি ভাসতে দেখে রাঙ্গাবালী নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের ধারণা, মরদেহটি একজন পুরুষের, বয়স আনুমানিক ৩০ বছর। মৃতদেহের গায়ে গেঞ্জি ও থ্রি কোয়ার্টার প্যান্ট ছিল। উদ্ধারকালে মরদেহটি অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়।
রাঙ্গাবালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই শহীদুল ইসলাম বলেন, ‘ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। হাত-পা পচে নষ্ট হয়ে গেছে। এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।’
পতাকানিউজ/আইবিএম

