পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটার গঙ্গামতি এলাকার সুনু মাঝির জালে ধরা পড়েছে ১ কেজি ৮০০গ্রাম ওজনের ইলিশ। এ ইলিশ নিলাম ডাকে বিক্রি হয়েছে ৫ হাজার ৬২৫ টাকায়।
বৃহস্পতিবার, ১৪ আগস্ট সকালে সমুদ্রে গিয়ে জাল উঠাতে গিয়ে ইলিশটি দেখতে পান সনু মাঝি। পরে কুয়াকাটা মেয়র বাজারে নিয়ে আসলে রাসেল ফিসের মাধ্যমে নিলাম ডাকে ৫ হাজার ৬২৫ টাকায় মাছটি কিনে নেন নাসির উদ্দিন নামে এক মৎস্য ব্যবসায়ী।
বাজার সংশ্লিষ্টরা জানায়, নিলাম ডাকের মাধ্যমে ১ লাখ ২৫ হাজার টাকা মন বিক্রি হয়েছে ইলিশ মাছটি। মাছের ওজন ১ কেজি ৮০০ গ্রাম। দাম নির্ধারিত হয় ৫ হাজার ৬২৫ টাকা।
মাছটি বিক্রির জন্য রেখেছেন জানিয়ে মৎস্য ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, ‘এরকম বড় সাইজের ইলিশ এখন খুব কম শিকার হয়। ইলিশটি কিনেছি লাভের আশায়। এখন বিক্রি করে দিব।
মাঝি সুনু গাজী বলেন, ‘আজকে একটিই ইলিশ মাছ পেয়েছি। সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। ইলিশটি বড় সাইজের হওয়ায় বেশি দামে বিক্রি করেছি।’
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘বড় ইলিশ মূলত জেলে এবং আমাদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় সাইজের ইলিশ পাচ্ছে। আশা করি সামনের দিনগুলোতে ইলিশের পরিমান আরও বাড়বে।’ ইলিশের সংখ্যা বাড়লে দামও কমে আসবে।’
পতাকানিউজ/এএইচএস/আরবি

